চিলে কোঠার জানলাটা থাক খোলা
কে জানে? তুই আসবি কবে ফিরে
হয়তো আবার তুই অভিমান মনে
উড়াল দিবি নীল আকাশের পরে


মনটা যে তোর ভীষণ অভিমানী
মেঘের ছায়ায় করিস লুকোচুরি
তুই কি রাখিস কারো মনের খবর
দিব্যি হাওয়ায় উড়িস হয়ে ঘুড়ি


উড়ো চিঠি রোজ আসে মোর ছাদে
বিকেল রোদে ব্যাস্ততা নেই কাজে
তোর প্রিয় সব শ্যাওলা ধরা দেয়াল
বদলে গেছে শরৎ শেষের আগে


অপেক্ষাতেই কাটল যে মোর বেলা
শুকিয়ে গেছে শিউলি ফুলের মালা
শিশির ভেজা ঘাসের পরশ ছুঁয়ে
এইতো আমার একলাটি পথ চলা


ইচ্ছে ছিল তোর হাতে হাত রেখে
ঘুরব দুজন শঙ্খ-চিলের বেশে
হঠাৎ কেন ডুব দিয়ে তুই সাঝে
পালিয়ে গেলি না ফেরার ঐ দেশে!