অক্টোপাসের মত আট পায়ে জড়িয়ে
নগ্ন প্রেমের কবিতায়, যেদিন
সপেছিলে উষ্ণতা;
সেদিন বুঝিনি, ধারালো নখে মাখানো ছিল বিষ।


আজ, এন্টিবায়োটিক জীবনের দ্বাদশ বর্ষ-
তোমার জন্মদিন!



আগ্নেয়গিরির গোপন কুঠরিতে লুকানো
রত্ন ভান্ডার লুট করে, বুনো উৎসবে, মানুষ
একদিন গড়েছিল ধ্বংসের রাজত্ব!


একে একে ডাইনামাইটের বীভৎস ছোবলে-
ঝাঁঝরা হল ধরণী মাতার বক্ষ, শুষ্ক হল শ্যামল প্রান্ত,
কার্বন-সিসার হুংকারে ভারী হল বাতাস;
শুরু হল ভীষণ ক্ষমতাধর ক্যান্সারের- দাসত্ব!