মৃত্যু- যেদিন আমার দুয়ারে আসবে
আমায় ডেকে বলবে- সময় হয়েছে;
সেদিন আমার হাতে একটি অস্ত্র দিও।


আমি মৃত্যুর চোখে চোখ রেখে বলতে চাই
আমি এক যোদ্ধা;
আমার জন্মস্থান- ফিলিস্তিন!


আমিতো মরে গিয়েছি অনেক আগেই;
যেদিন আমার প্রিয় জলপাই গাছটি কেটে দিয়েছিল
মাটিতে ছড়িয়ে ছিল অপক্ক জলপাই।


তারা আমাদের অঙ্কুরিত হতে দিতে চায় না
সমূলে উপড়ে দিতে চায় আমাদের শিকড়;
যে শিকড় পৌছে গেছে মাটির গভীর থেকে গভীরে।


এই মাটির সাথে আমাদের সম্পর্ক সহস্র বছরের
এই মাটি উর্বরা; শস্য শ্যামলা;
আমরা এই মাটির গর্ভজাত সন্তান।


আমরা হাজারবার মরেছি; আবার জন্মেছি
আমাদের মাটির সাথে মিশিয়ে দেয়া যায় না
আমরা বারবার মাথা চাড়া দিয়ে জেগে উঠবোই!


কাপুরুষতো তারাই, যারা মৃত্যুর ভয়ে পালিয়ে বেড়ায়
লুকিয়ে থাকে মাটির তলদেশের কুঠুরিতে;
অথচ মৃত্যু একদিন তাদের আলিঙ্গন করবেই।


মৃত্যু যেদিন আমার দুয়ারে আসবে
সেদিন আমায় একটি অস্ত্র দিও;
আমি হুংকার ছেড়ে বলব- "Palestine will never die!"