মানতে চাইলে শান্তি নাই
মানতে চাইলে শান্তি নাইরে বস,
নিয়ম নীতির অন্ত নাই
নিয়ম মেনে চলতে গেলেই লস!


সত্য কাজে সুফল নাই
অসৎ লোকেই সব করেছে বশ,
ন্যায়ের পথে চলাই দায়
সত্য কাজে তবুও খুঁজি যশ!


মহৎ পথে কে কি পায়?
মহৎ লোকেই সইছে হাজার রোষ,
আর কপট পথে নির্দ্বিধায়
চলছে অবাধ লোটপাট আর ঘোষ।


চলছে জুলুম বিচার নাই
অত্যাচারীই ধরেছে ন্যায়ের রাশ,
উচিত কথা বলেছে যারাই
হয়েছে তারাই অত্যাচারীর দাস!


তাই নিয়ম-নীতির বলি দিলেই
এই সমাজে নামবে কি আর ধ্বস?
আর সাধুর দলে লুপ্ত হলেই
এই সমাজের কি ক্ষতি হবে বস?