কপাল দোষে চাপড়ি কপাল
দোষটা দিমু আর কারে
পানির দামে ধান নিয়া সব
স্বপ্ন দেহাও ঘাস-খেড়ে।


সার খাইয়া সব; ষাঁড় অইতাছ
আমরা পাইনা খুদ-কুড়া
তেলের টেহায় তেল তেলায়া
বাড়তাছে পকেট জোড়া।


কটস্ কইরা কইয়্যা দিলা
দেশটাতে আর অভাব নাই
এতই যদি সুখ তবে ক্যান
আমরা মরি পেডের দায়।


কামলারা সব বইয়্যা রইছে
কেমনে তাগো দেই বিদায়
মাইয়্যাডারেও কেমনে যে কই
ঈদ বাজারের ট্যেহাও নাই।


বছর ভইরা চাষ করি ধান
লাভের গুড়ডা খায় কেডা
এই কথাডা জিগাইলে, মুখ
বেজার করে সব বেডা।


চাষের জমি বেইচ্চ্যা শেষে
দিলাম সবার খোর-পোষণ
হেয়াল-কুত্তা দল বাইন্ধ্যা সব
দেশটা করতাছে শোষণ।