জলের কবিতা লিখে ভাসিয়েছি জলে
কাগজের নৌকায় নীল শতদলে,
খেয়ালী মেঘেরা তার সাথী হয়ে চলে
তারে, না বলা মনের কথা- বলি কোন ছলে।


পাশাপাশি কত যুগ তবুও আছি দূরে
গোধূলি লগন তুমি কেন থাক সরে,
ক্লান্ত পাখিরা সব যায় ফিরে নীড়ে
এপারে একেলা আমি - আঁধারের ভিড়ে।


ভোরের শিশির মেখে সবুজের সাজে
লিখেছিনু যত গান আজও তারা বাজে,
সোনালী কিরণ সেই মুক্তোর তাজে
রেখেছি যতনে তারে - হৃদয় মাঝে।


কত যে একাকী রাত শেফালীরা ঝরে
জমানো এত যে কথা বলি কার তরে,
তারার মিছিল ওগো বলে দাও তারে
মোর, যা আছে সপেছি তার - চরণ'পরে।