আমারে নাহয় রাখিও চরন তলে
অর্ঘ্য দিলাম তোমায় অশ্রু জলে,
তোমারে চেয়েছি
না'ই যদি পাই;
দাও মোরে দাও বিসর্জন অনলে।


চেয়েছি শুধুই তোমার করুণা দান
হৃদয়ে আমার বেঁধেছি যত গান,
বিষের ডালায়
অঞ্জলি দাও;
তেতাল তালে করবো সুধা পান।


চাও যদি দাও, দাও যাতনা প্রিয়
হোক সে যতই, তবুও তাই দিও,
যা আছে দাও
এই দেহ নাও;
নাহয় তোমার দাসী করেই নিও।


বিহনে তোমার বেঁধেছি দুঃখের পাশ
দিবস-রজনী কেবলি দীর্ঘশ্বাস,
সুখেরও স্বপন
দিয়েছে যাতন;
এমনও বিরহ ছিল কি জনম আশ?