' " কলমে যে কালি নেই আছে শুধু বিষ,
কবিতার খাতা গুলো দেয় শুধু শিস।
আমি তো কবি নয় কবিতার প্রাণ,
সবকিছু দেখেশুনে করি শুধু ভান।
কবি না কবিতা কে বেশী বড়?
উত্তর শুনে আমি ভয়ে জড়সড়।
এতদিন ভেবেচিন্তে যা বুঝেছি আমি,
যত সব অলীক অকাট তাই আজ দামী।
আরো দিন আছে ভাই, এই দিন শেষ না,
চলছে মুসাফির তাই হাতে নিয়ে বীনা।
বীনার ঝংকারে সুর হবে গান,
সুরে সুরে ভেসে যাব সাত আসমান।। "