""" আজকাল এই পোড়া চোখে কোন স্বপ্নই জাগে না,,,
এমনকি দুঃস্বপ্নও,
আচমকা দমকা হাওয়ায় উড়ে যায় জীর্ন শীর্ন কবিতার খাতা,,,
যদিও ক্ষনিকের এই জীবনের এ প্রান্ত হতে অন্য প্রান্তে ছুটে বেড়িয়ে জেনেছি আমি,
জীবনের কাছে ভালবাসা অর্থহীন অপ্রাসঙ্গিক, ভিত্তিহীন।
বহুদুরের জমির আলে পথ মাড়িয়ে
ছুটে চলা স্মৃতির পাতা,,
ধান মাড়ইয়ের ব্যস্ত উঠোন,
ছায়াঘেরা পুকুর পাড়,
ভালবাসা, গান, পূঁথির সন্ধ্যে আর জনম দুঃখিনী মা,
তার সাথে স্মৃতি কাতর আমার জীর্ন শীর্ন কুঁড়েঘর,
নেই কোথাও কেউ নেই
এরপর দিনশেষে একলা পথ,
নদীর পাশে দাঁড়িয়ে থাকা একা একা জীবন,,,,, ***