"" তোমরা সবাই বৃষ্টি দেখো,
অলস দুপুর বেলা,,
দেখোনা কেউ আকাশজুড়ে
দুঃখ নামের ভেলা।
সাগরজুড়ে ঢেউর মাতম
আছড়ে  পরে তীড়ে,
কষ্ট উড়াই জলের মাঝে
হাজার মনের ভীড়ে।।
পাহাড় দেখে  কি বুঝতে পারো?
দুঃখ সারি সারি,
সারিটিক্ষন সয়েই যাবে
নইলে দেবে আড়ি ।
জীবন নামের ছোট্ট তরী
বাইতে লাগে মন,
কেউ বা আবার কেঁদে কেটে
উজার করে বন।
ভালবাসায় ভালবেসে মনের
দুহাত রাখি,
বলতে পারো জীবনখানার
আর কয় আনা বাকি??