"""জীবনের প্রয়োজনে মুহূর্ত আসে,
তাকে ভুলে থাকা বৃথা,
মুহুর্ত মানে নবীনের সূচনা,
অথবা জীবনের শেষ গান,
মুহুর্ত মানে অক্ষয়, স্বপ্ন চির অম্লান।
এমন কিছু মুহূর্ত এসেছিল
আমি বেঁচেছিলাম অন্যভূবনে
নক্ষত্রখচিত রুপালী জোছনার সাথে,
মেঘের কোলে আপনমনে
পরমুহূর্তে আমি উড়িয়ে দিয়েছি মোর
স্বপ্নডানা ঝড়ের পূর্বাভাসে,
অস্থির বিদঘুঠে সব কল্পনার পায়ে দিই
ফুলেল সম্ভাষণ,
বেঁচে থাকি মুহূর্তটুকুর করুণাসুধা পানে,,
যারা আমাকে দিয়েছি কবিতার
বিস্তীর্ন ফসলি মাঠ,
জানিয়েছে রক্তিম অভিবাদন।
এসব মুহূর্ত ভুলে থাকা কঠিন,
কারন মুহূর্তরা অনাগত, দায়বদ্ধহীন,
মুক্ত।।"""