""" কত কিছুই পুষে রাখি নিজের মত,
কত অশ্রু আমি গোপন করেছি
মগ্ন অভিনেতার মত দুহাতে উজাড় করেছি ভালবাসা,
একে একে সৃষ্টি করেছি নতুন কাব্য,
কত সপ্নের বেসাতি উড়িয়েছি ইচ্ছে মত,
আপন হাতে গড়েছি,
কতবার যে নিজেকে ভেঙ্গেছি একাকার সময়ে
কেউ জানবে না কোনদিন,,
অনন্ত হেঁঠেছি পথে প্রান্তরে,
পাহাড়ের পর পাহাড় ডিঙ্গিয়ে এগিয়েছি
নিতান্ত অনিচ্ছায় অথবা প্রয়োজনে,
কত যে বিনিদ্র রজনী কেটেছি নিরালায়
কাউকে বলিনি আজো আমি তা,,
সেই সব গল্প আড্ডা সব ভুলেছি কেমনে,
কত স্বপ্নকে পুড়িয়েছি নিজহাতে,
হারিয়েছি ভালবাসা, ঘর দোর সংসার,
কি ভুলে গেঁথেছি মালা সারাটি জনমভর,
কেহ শুধোবে না কোনদিন,,
আমি অধিপতি হয়ে
বর্নিল সাম্রাজ্য গড়েছি মিথ্যার মায়াজালে,
কত আপনকে করেছি পর
কত শত্রু বাঁচিয়েছে এই প্রাণ
আমি বলতে পারিনি সেসব কাউকে,,
হয়তো কেউ কোনদিন জানবে না বিধাতা বিনে,, """