"""  ইচ্ছে করে না কিছুই,
খাই দায় ঘুম যাই,
দিন শেষে গান গাই,
আড়মোড়া ভেঙ্গে বলি দুর ছাই ,
শা্লা কেন কিচ্ছুই ভাল্ল লাগছে না।
সকালেতে জোশ্ বেশ,
অফিসের তাড়া,
দুপুরুতে ঠা ঠা রোদ, ঘেমে নেয়ে সাড়া,
সহাস্যে উটে বসি,পানি করি পান,
বলি আমি দুর কর খাওয়া দাওয়া
................ভাল্ল লাগছে না।
বিকেলতে ঝুলে ঝুলে উঠে পড়ি বাসে,
টাইম নাই ঘুরে দেখি কে আছে পাশে
অবশেষে ঠেলে ঠুলে ছাড়িলাম গাড়ি,
সামনেই চেয়ে দেখি ললনার সাড়ি,
মুখ খানা কালো করে মন করে ভার
চুপিচুপি বলিলাম ভালো লাগছে না আর....
ভিড় করে চা খাই করিমের দোকানে,
সিগারেট ফুঁকে ভাবি,
যাওয়ার কি কথা ছিলো
রোজ যাই যেখানে,
ঘুরে ফিরে আনমনে ফিরে আসি বাড়ি,
মনে নেই কাউকে কি এসেছিগো ছাড়ি,
লাগছে না ভালো আর এতো বাড়াবাড়ি।
দোর খুলে ঘরে ঢুকি, বাড়ি নয় বাসা,
দল বেঁধে গীত গায়, মজা পায় পাশা
এর পিছে গুঁথা দিই, ওরে দিই ঠেস,
পাওয়া কি না পাওয়া চলে যাচ্ছে বেশ,
খাওয়া দাওয়া শেষ করি যদি যাই ঘুমোতে
ঘুম নাই, সুখ পায় শেষ করে আমাকেই,,
না!!! ঘুমহীন দুটি চোখ
কিছুতেই ভালো লাগছে না।। """'