""" সারাটা  শহর জুড়ে যদি এই মুহূর্তে কালবৈশাখী বয়ে যেত,
অথবা সিডর আয়লার মত ভয়াবহ কোন কিছু,
তবে কিছুটা অলসতা ফিরে আসতেও পারতো।
যদিও এমন কিছু আশা করা হয়ত আমার নিয়তে ছিল না
যতটা না নিস্বঙ্গতা সুখ আমি ভোগ করেছি।
সেই সময়টাই আমার হৃদয় ছিল অস্তিত্বহীন পরিপূ্র্ন  মহার্ঘ্যের সুখে বিমলিত
হঠাৎ কোন এক সীমাহীন সন্ধ্যায় একটা নিসঙ্গ প্রজাপতি কিছু স্বপ্নকে জলাজ্ঞলি দিয়ে একরাশ বিষন্ন সত্তা আমাকে দান করে,
আর যখন দিকবিস্মৃত নীড়ে ফেরা কাকেরা ঝগড়ায় রত অস্তিত্ব রক্ষার্থে
ঠিক তখুনিই কিনা অদ্ভুদ নীলাচল সুউচ্ছ হিমালয় তার বিশলতার বুকে ঠাঁই দিয়ে জনমেজয়  ঋৃনী  করে রেখেছে অামায়,
মনে হবে যেন আবেশিত পথভ্রষ্ট ক্লান্ত পথিক
অথচ আমি নিতান্ত রিক্তের মত জীবনপণ বাজি রাখা ছাড়া দ্বিতীয়া কোন কেউ, কোনকিছুই বাকি নাই।"""