"" আজ আমার এমন মন খারাপের দিনে,
কষ্ট হলেও তোমায় নিচ্ছি আমি চিনে,
দুপুরবেলা একা একা, রাত্রি জোছনা হারা
মনে মনে মাতাল হয়ে পাগল করি পাড়া।
মাতাল হচ্ছি পান করছি বিষন্নতার শেষে,
উড়ালপঙ্খী হয়ে আমি উড়ছি নানান দেশে।
এখান থেকে ওখানে যায় এ ঘর থেকে ও ঘর
কেমন করে বাঁচি বল যদি আপন করে পর।
ভালবাসার মেঘ হতে চায় শ্রাবনের এই দিনে
অশ্রু জলে সিক্ত হয়ে সে যে নিচ্ছে অামায় কিনে।
তরী বেয়ে চলছি দেখো উদাম ঢেউয়ের পানে
শ্যাওলা হয়ে নদীর বুকে নিস্বঙ্গতার টানে।
একলা বসে আকাশ দেখি নীরব নিথর ভাব
সবই আছে কেবল মাত্র সুখেরই অভাব।
সুখের নেশায় ত্যাজিলাম মোরে, ছাড়িলাম সাধের ঘর,
তাই তো এখন সবার মাঝেও হয়ে আছি পর।""