ব্যাপারটাই জঘণ্য, ঘৃণ্য
শৌনক ঠাকুর


আমিত্ব নিজেকে নিয়েই শশব্যস্ত, বিভ্রান্ত ; একদিন
চূড়ান্ত হতাশ হয়ে কাঁচকে জিজ্ঞেস করে --- আমি আমাকে
যতখানি শক্তিশালী ভাবি  ঠিক  ততখানিই তো ....


পরেরদিন পুকুরের জলকে প্রশ্ন করে --- আমি আমাকে
যতখানি ক্ষমতাবান ঠিক ততখানিই তো ....


এভাবেই প্রশ্ন চলতে থাকে ----- আমি আমাকে
যতটা ভারী ততটাই তো ; যতটা প্রসারিত
ততটাই তো ....................


সাধারণও জানে আমিত্ব ব্যাপারটাই জঘণ্য, ঘৃণ্য ।