ছন্দপতন
শৌনক ঠাকুর


হঠাৎ তারা নিভিয়ে  দেওয়া কালো মেঘ তোমার মতো,


আশায় নিরাশায় অন্ধকার, মুক্ত শ্বাসে শ্বাসরোধী ,


ঠিক যেন কুয়োতে পড়ে যাওয়া দলছুট বৃষ্টি-ফোঁটার মতো,


অপ্রত্যাশিত ছন্দপতন ।



আমি তো আর পাথরের দেবতা নই ।


তাই, ঘন পাতার চাঁদোয়ায় মিটমিটি তোমার পলক জোনকি হয়ে,


তৃষিত বালির মোড়কে ঝিকিমিকি তোমার স্মৃতি মৃগতৃষ্ণা হয়ে,


আজও আসে আমার তন্দ্রায় ।