ঘর আর বাজার
শৌনক ঠাকুর

যদিও ইচ্ছে হয় আকাশের নীল মাখতে –
ফুলের গন্ধ মেখে বাতাস হতে – কিংবা নদীর ছোট ছোট ঢেউ –
চঞ্চল মন  উলহীন বাউলের একতারা –

মন  চঞ্চল । কিন্তু পা গতিহীন।
বাজার আর ঘর ...... ঘর আর বাজার ....