লক্ষ্য ভেদ
শৌনক ঠাকুর


লক্ষ্য শুধুই মাছের চোখ ‌।
তীর ছুঁড়ে না দেওয়া পর্যন্ত
নিশ্চল --- নিশ্চুপ ---
কেবল মাছের চোখে চোখ ।


ধনুক, তুন, আড়ম্বর, আলো, অপ্সরা,
গোটা একটা রাজসভা
কিছুই চোখে পড়ে না যেন
কেবল চোখের মণিতে ভেসে ওঠে মাছের মণি।


সোনার হরিণের মতো মায়াবী জীবনে
লক্ষ্যভেদটাই স্বপ্নপূরণ।