নিজেকে কেমন যেন ছোট মনে হয় ...
     শৌনক ঠাকুর
    


অন্ধকার গুহার পিচ্ছিল পথ পেরিয়ে
আমি এখনও ঝরণার উৎস সন্ধানে,
শিশু বটের ফলে সোনালী সূর্য
মায়ের হাত ধরে শিশুর প্রথম পা ফেলা ;


যে অক্ষরে হাত রেখে টলমল হাত শক্ত হয়েছিল, বুদ্ধিতে এসেছিল বোধদয় ; আর
বাচনভঙ্গিতে ধারালো বর্শার ফলা ;


সেই অক্ষর উচ্চারণে এখন লজ্জা পায় ;
নিজেকে কেমন যেন ছোট মনে হয় ...


                  .....................