আমি প্রেয়সী— যুগ যুগ ধরে অপেক্ষমান
তুমি চঞ্চল, অধীর, আমার বাঁশীর সুর !
আমার প্রেমের ছবি হয়ে ফুটে ওঠে
চোখের জলের  ক্যানভাসে।
আমার অনুভূতি আমার আবেগ
পাহাড়ের বিকৃত প্রতিধ্বনি হয়ে
ফিরে ফিরে আসে প্রত্যাখ্যান অবহেলার বেশ ধরে।