থমকেছে গ্রাফ, রঙ্গিন কাগজে নিকোটিনের ঝড়
মুক্তি চাই, ধোঁয়াদের অবিশ্রান্ত কলরব ।
অশ্রুও বাস্পায়িত, তরলের আজ এসেছে জ্বর
মৃত্যুভয়ে স্বপ্নের শরীরটাও হঠাৎ নিথর ।।


আচ্ছা কখনো ঝোড়ো চৈত্রের বুকে নগ্ন হেঁটেছো?
ধন্য তুমি, মৃত্যুর মুগ্ধতা চুম্বন সেদিনই করেছো ।


প্রজাপতি আমি, অজান্তেই কেন্নোর কাছে ফিরে যাই,
কাঁদবেনা বলো? আমার একটা সিগারেট চাই ।।