আজকের সন্ধে টা আধারের গল্প
   পথচেনা পথিক ও তার 'আষাড়ে গপ্পো'
                     বৃষ্টিন্সাত মাটির গন্ধে মরফিন,
   রাতটা যেন সমাজেরই জীব্ন্ত কফিন ||


             ভালোবাসার ঘৃণা আর তোমার ডাকনাম,
   অস্তীত্বের অবলুপ্তিতে আজ আমার ক্রধ কাম;
                    পুরুষ সমাজ আর পুরুষত্বের ধর্ষন,
    চাহিদার বিশৃঙখ্লায় আজ 'বিনা মেঘে বর্ষন' ||


               বিষময় চাহিদায় তোমার হাতছানি
       পরিবর্তনটা অসম্ভব কথাটা মানি;
                তবুও সমাপ্তির সন্ধানে থেকে যাই,
        পরিবর্তনের পোড়া মুখে আজ ছাই ||