বিভৎস কিছু আকাঙ্খার বীজ বপন করেছি আমার আপাদমস্তকে।
চেয়েছিলাম সুন্দরের মহিমায় হৃদয় অলিন্দে ফুল ফোঁটাবো।
কিন্তু অনাকাঙ্ক্ষিত কিছু প্রত্যাশা অবচেতন অনুভূতিতে উসকানি দিতে থাকে অনিশ্চিয়তার পথে।
প্রতিনিয়ত আমি যেন পিছিয়ে পড়তে থাকি।
অথচ আমি সৃষ্টির উম্মাদনার উদভ্রান্ত নেশাকে করি লালন,
সুন্দরের অভিব্যক্তি হৃদয়ে ধারণ করে পথ চলি অসম পথে।
কোথাও কোন ভুল ছিলনা আমার ।
শুধু স্বপ্নীল রঙতুলি হাতে নিয়ে যে-ই সমাধির  অতল গহ্বর আঁকতে চেয়েছি, যাত্রা পথে পা পিছলে আজ আমার সমস্ত অনুভব নিমিষেই দহিত হলো ।
নিষ্ক্রিয় সত্তারা ওত পেতে থাকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করতে।
আমি জ্বলতে থাকি প্রতিটি মুহূর্ত। উদ্বাস্তু পথের দিশাহীন যাত্রী হয়ে রয়ে যাই জীবনকালে।