জীবনে কখনও যারা কাদা দেখো না,
     যদি দেখো চলে এসো আমাদের গাঁ।
     চকচক করে কাঁদা যতদূর চোখ যায়,
     দেখারই সাধ যেন আরো বেশি বেড়ে যায়।


     বর্ষা এলে পরে সাথী হয় ঘর যে,
     বেরোবে যে বাইরে তার পথ নেই রে।
     স্কুলে যাবে সব তার পথ বন্ধ,
     লেখাপড়া শিকে তুলে হয়ে থাকে অন্ধ।


    রান্নার হাঁড়ী গুলো জ্বলে না যে ঘর টায়,
    রান্নার চিন্তাতে ধরে এসে জ্বর টায়।
    বাজারে যাওয়ার পর সওদা যে আনবে,
    তারপর বউটা যে বসে বসে রানবে।


    আশা নিয়ে বেরিয়ে যে বসে থাকি নিরাশায়,
    ভিজে যায় চোখ দুটো দুরাশার কান্নায়।
    রাস্তার মাপ এসে নিয়ে যায় কতজন,
    আশাতে যে বাঁধে বুক গ্রামের জনগন।


    সময়টা পার হয়ে যায় কভু এভাবে,
    সমস্যা রয়ে যায় রীতিমতো সেভাবে।
    রাস্তাটা পাকা হবে একদিন হয়ত,
    কষ্টের দিনটা বেশিদিন নয়ত।।