কেউবা বলে তমুক খারাপ কেউবা বলে ওমুক,
অন্যজনায় দেখে বলে, তামসা আরো জমুক।
একেক জনে একেক রকম মন যে বিষে ভরা,
বাইরে থেকে লক্ষ্মী যেন দেখতে মনোহরা।


একজনেরই কথা নিয়ে অন্যজনে বাধে,
ঘরে এসে হাসে সেজন আরেকজনে কাঁদে।
খুশির চোটে হাত-পা ছোঁড়ে, বলে -বুঝুক ঠ্যালা,
মীমাংসাটা হলো কিনা দেখতে পাঠায় চ্যালা।


পরিস্থিতি এমন হলো, পা কেটেছে কাঁচে,
অন্যজনায় আনন্দেতে খুশির নাচন নাচে।
এইতো ক'দিন আগেও ছিলাম সবাই মিলে মিশে,
এখন সবই হারিয়ে গেছে স্বার্থ তলে পিষে।


কাছাকাছি থাকলে বাসন ঠুনঠুনাঠুন বাজে,
তাই বলে কি রেগে বাসন নাও না কোনো কাজে?
পাশাপাশি থাকলে আবার হতেই পারে ভুল,
তাই বলে কি ছিঁড়তে হবে পরের মাথার চুল?


হঠাৎ করে তুমি কভু পড়লে বিপদ মুখে,
যাকে তুমি করলে হেলা সেই দাঁড়াবে রুখে।
এসো সবাই আগের মত এক সাথে পথ চলি,
নিন্দে কথা দূরে রেখে সুখের কথা বলি।