আয়রে দাদু টুল এগিয়ে বসরে আমার কাছে,
মরার আগে সত্য কিছু তোদের বলার আছে,
আমরা যদি না বলে যাই জানবি কেমন তবে,
জানলে তোরা সত্য তবে যুগে যুগে রবে।


গল্পতো নয় সত্যি ওরে সূর্য ওঠে তেমন,
রাতের বেলায় চাঁদ মামাটা জোস্না ছড়ায় যেমন।
ভুক্তভোগী কম আর বেশি প্রাণী আছে যত,
মৃত্যুভয়ে ভীত ছিল সবাই অবিরত।


যে যার মত প্রাণ বাঁচাতে ব্যস্ত ছিল রোজ,
নিজের ঘরের আপন জনার নেয়নি কোন খোঁজ।
কবর কিংবা শ্মশান ঘাটে মৃত জনের ভীড়,
প্রাণের মানুষ রেখেই আবার কেউ ফিরেছে নীড়।


ওরে দাদু দুখের কথা বলব আমি কারে,
কতক মানুষ মরল ঘরে শুধুই অনাহারে।
যার ধরেছে এই করোনা সেইতো কেবল জানে,
মরণ কেমন ভয়াবহ কেমন তারই মানে।


পালকি চড়ে সেই যে কবে আনছি যারে ঘর,
সে মানুষ ও ছেড়ে গেলো আমায়  করে পর।
জানাস তাদের তোরাই ওরে আসবে নবীন যারা,
তোদের থেকেই জানলে পরে জানবে তবে তারা।