জন্ম থেকে ছিল আমার দুটি চোখই কানা,
কেমনতর কষ্টে আছি নেইতো কারো জানা।
তোমরা যারা দেখছো এখন এই দুনিয়ার আলো,
আমার তখন বিশ্বজগত অন্ধকারের কালো।


দেখতে পারো প্রজাপতির রংযে কেমন হয়,
অভিশাপের জীবন আমার বড়ই বিষাদময়।
রঙধনুর ঐ সাত রঙাতে জীবন ছবি আঁকো,
আমি তখন হাতড়ে খুঁজি রাস্তা চলার সাঁকো।


স্বপ্নবুনি মনের মাঝে কেউ বাঁধে না ঘর
সঙ্গী হতে কেউ আসে না থাকতে জীবনভর।
অন্ধকারে বৈঠা হাতে চলছি আমি দিনে রাতে
এজীবনের শেষ যে কবে আছি অপেক্ষাতে।


তোমরা যারা দেখতে পারো ভয় করো গো তাঁর,
জন্ম নিলে সুস্থ হয়ে করুনাতে যার।
মরার আগে তোমায় দেখার ইচ্ছে আমার মনে।
দেখা দিও হে বিধাতা বিদায় বেলায় ক্ষনে।