হে আিধাতা একটি কথা আজকে বলি,
তোমায় ভুলে আপনা নিয়ে যতই চলি।
অপরাধের পাহাড় নিয়ে আছি সুখে,
সন্তানেরে ফেলোনা যে বিপদমুখে।


অবুঝ হিয়া শুনবে না যে কোনো বারণ,
সঠিক পথে ফিরাও দিয়ে তৈরি কারণ।
অধরা সব স্বপ্ন ঘোরে বাউল মনে,
ছন্নছাড়া তাইতো ঘুরি বনে বনে।


আপনা ভেবে আগলে রাখে যাদের হিয়া,
তোমায় ভুলে খেলায় আমায় মায়া দিয়া।
সঠিক পথে চলতে হোচট খাচ্ছি শেষে,
পারছি না যে ফিরতে পথে বীরের বেশে।


মায়ার বেড়ি আঁকড়ে রাখুক আমায় যত,
ডাকতে তোমায় চাইগো প্রভু অবিরত।
মিছে মায়ায় পড়ে আছি তোমায় ভুলে,
পারের কড়ি দিয়ে আমায় নিও তুলে।


স্বার্থহেতু ভালোবাসে আপন জনা,
দিচ্ছি যতই ভাবটা থাকে অন্যমনা।
বৃথাই জীবন কাটল আমার থেকে ভ্রমে,
ক্ষয় হলো যে আয়ু সকল পণ্ড শ্রমে।


অপরাধের পাহাড় জমা হৃদয়খানি,
চোখদুটোতে জমে ছিল মায়াছানি।
হে দয়াময়,কৃপা করো অভাগারে,
সঠিক পথে পৌঁছে দিও পরপারে।