ঢাকা যাওয়া কষ্ট ছিল এইতো ক'দিন আগে,
সময় পেলেই যাই বেড়াতে একাই আরামবাগে।
আরামবাগে ছোট পিসির মেঝ ছেলের মেয়ে,
কান্না থামায় কেবল সে যে আমায় কাছে পেয়ে।


তার মায়াতে মনটা বাঁধা তাই যেতে হয় একা,
প্রাণের টানে ভালোবাসায় একটু দিতে দেখা।
সেই কারণে কাজের ছুঁতোয় বেরিয়ে পড়ি নিজে,
কোমল মুখের দেখলে হাসি মন খুশি হয় কীযে!


ঘাট পারাপার চরম জ্বালা ছাড়বে কখন ফেরি,
জ্যাম ছাড়েনি ঘন্টা কয়েক যেতাম করে দেরি।
এখন ঢাকা খুব নিকটে ঘন্টা দুয়েক লাগে,
রাস্তাটাও আরামদায়ক চলতে খুশি জাগে।


প্রতি বছর লঞ্চ ডুবিতে অনেক জীবন ঝরে,
খোঁজ রাখে না কেউ তো তাদের কেমন আছে ঘরে।
পদ্মা সেতুর জন্য এখন কষ্ট গেছে দূরে,
খুব সহজেই গিয়ে আবার আসতে পারি ঘুরে।


কয়েকটা দিন আগেও আমি দেখে এলাম তারে,
মনটা বাঁধা তারই কাছে তৃষ্ণা মেটে নারে।
সব যাতনা বিদায় নিয়ে ফিরলো সুখের দিন,
শোধ হবে না কোনদিনও পদ্মা সেতুর ঋণ।