তোমাদের মুখোশটা, প্রকাশিত করবোই,
চুপচাপ থাকবোনা, প্রয়োজনে মরবোই,
নানারূপ কড়কড়,
করবেই ফড়ফড়,
তারপর পড়পড়, নতজানু রাখবেন,
আকাশের রংধনু, ভালোবেসে মাখবেন।


রাজনীতি করবেন, বদনাম জুটবেই,
প্রয়োজন থাকলেই পাশাপাশি ছুটবেই,
শতশত মানামানি,
হাতেহাতে টানাটানি,
তারপর কানাকানি, কমকম লাগলেই,
ছুটেছুটে আসবেই, ভালবাসা জাগলেই।


চুপচাপ রাখলেও, করবেই ছটফট,
এটাওটা ঝাড়লেই, থামবেই ফটফট ।
বিপরীতে বাড়াবাড়ি,
সরবেই তাড়াতাড়ি,
করবেই আড়াআড়ি, মনরেখে মনেমনে,
ফোসফাস ফণীরাই, করবেই বনেবনে।


ডালভাত খেয়েদেয়ে,  খুশিমনে ফাঁকেফাঁকে,
ভালোবাস সকলকে, জীবনের বাঁকেবাঁকে ,
করবেনা হাতাহাতি,
সরবেনা রাতারাতি,
অতিশয় মাতামাতি, নেইকোন দরকার,
প্রয়োজন মেটাবেন,আজকের সরকার।