রোগা হবো হবো করি তবু আমি হাঁটি না,
কী ভাবে রোগা হয় নেট মোটে ঘাটি না।
রাতদিন বকে বাবা তবু কানে নেই না,
খাওয়া খুব প্রিয় তাই কভু ছাড় দেই না।


পড়শিরা হাসাহাসি করে দেখে পেটটা,
আসা আর যাওয়া বোঝে পিছনের গেটটা।
ডাক্তার বলে দিলো খাই যেন কোম কোম,
সারাদিন চোখ থেকে সরে যেন ঘোম ঘোম।


হাঁটাহাঁটি করি যেন রোজ দুই বেলাতে,
আলসেমি করি শুধু সারাদিন হেলাতে।
ডাক্তার মশাইয়ের কথাগুলো শুনছি,
কাবু কবে হবো তাই সেই দিন গুনছি।


কম কম খেতে দেয় ছটু খায় যেমনি,
অনাহারে থাকবো কি রোজ রোজ এমনি?
সবকিছু শুনে মা'র বুক ভাঙা কষ্ট,
সইতে মা পারছে না এ কথা পষ্ট।

আহ্লাদে গদগদ রাখে হাত তালুতে,
সবে মিলে ভালোবাসে, মামি-খালা-খালুতে।
কাবু হতে চাই আমি তা আর হয় না
ডাক্তার বলে যা কানে সেটা রয় না।


হাত মেপে খেতে দেয় বাবা দুই বেলাতে,
মা আমি মজা নেই বাবার এই খেলাতে।
খাওয়া শেষ হলে বাবা যেই যায় বাইরে,
পাশ থেকে ভরা থালা মা'র থেকে পাইরে।