সকালবেলা রোজই উনি চ্যাঁচান
যত্তোরকম গালি আছে মুখে শুধু ক্যাচান
সুযোগ পেলেই ছ্যাচান
কথা মতো না চললে গাছের সাথে প্যাঁচান।


মা বলেছেন,লাইফ অনেক বড়ো
তার জন্যে সকাল-দুপুর-রাত্রি জেগে পড়ো
সুখের দোলায় চড়ো
তবে আগে জমিয়ে রাখা স্বপ্নটাকে গড়ো।


সুযোগ পেলেই বেদম জোরে মারেন
কাজটা উনি অতি যত্নে ভালো করেই পারেন
একটুতে না হারেন
বাবা যদি বকেন মাকে, তবেই কমে ছাড়েন।


রাত্রি জেগে চ্যাটে থাকি তা কী উনি বোঝেন?
উনি শুধু সারাক্ষণই পড়ার ঘরে গোজেন
একটু বেশি বোঝেন
খানিক চোখের আড়াল হলেই লাঠি নিয়ে খোঁজেন।


বাবা আমার নয়তো খারাপ লোক
উনি শুধু কাজের পাগল, তাতেই প্রবল ঝোঁক
ভয়টা মায়ের চোখ
মায়ের মতো বাবাও চান ছেলে মানুষ হোক।


মায়ের উপর রাগটা করে কড়া
করব সবার স্বপ্ন পূরণ, লক্ষ্য জীবন গড়া
বলটা মনে চড়া
বাজে চিন্ত ছেড়ে দিয়ে খুব ধরেছি পড়া।


সব জীবনেই শিক্ষা গুরু মাতা
লিখতে শেখার জন্যে প্রথম এগিয়ে ধরেন খাতা
হাতে ধরেন হাতা
দু'পা দিয়ে ঘোরেন উনি যেমনি ঘোরে যাঁতা।


এখন মাকে রোজই করি সেলাম
তাঁর কারণেই এত্তোবড় চাকরিটাকে পেলাম
আজ জানাতে এলাম
মা-ই প্রথম শিক্ষাগুরু-এটাই বলে গেলাম।