স্বপ্ন তো নয় সত্যি ওরে যেমনি ওঠে রবি,
যেমনি করে হাজার কথায় কাব্য লেখেন কবি,
রঙধনুটা যেমনি ওঠে ঐ আকাশের গায়,
ছোট্ট খুকু যেমনি হাঁটে রাঙা দুটি পায়।


যেমনি সুখে রাখাল মাঠে বাঁশি বাজায় রোজ,
আজকে নতুন সুর তুলেছে একটু নিও খোঁজ।
ফুল,পাখিদের হাট বসেছে গাইছে নতুন গান,
প্রাণের মাঝে আপন জনার উপচে পড়া টান।


আজকে দেখো আকাশ-বাতাস কেমন করে হাসে,
কেমন করে মেঘ বালিকা মেঘের ভেলায় ভাসে।
প্রাণের দামে বাংলা কেনা সব মানুষের জানা,
কেমন করে রক্ত দিয়ে বিজয় কেতন আনা।


জাতির পিতার বাংলাতে আজ পদ্মা সেতু উদ্বোধন,
বহু দিনের কাঙ্খিত সেই স্বপ্ন হলো উন্মোচন।
পদ্মা সেতুর জন্য মোরা আজকে সবাই ধন্য,
দয়ার দানে নয়ত  গড়া শেখ হাসিনার জন্য।


স্বপ্ন পূরণ করতে পিতার শপথ নিলো কন্যাতে,
বাংলার সব ঘরে ঘরে ভাসছে খুশির বন্যাতে।
দুঃখ, দশা কেটে যাবে কাঁটবে সকল ব্যথা-ক্লেশ,
নিন্দুকেরই নিন্দে কেটে হাসবে সোনার বাংলাদেশ।