আমায় কি কেউ বলতে পারো?
ভুলটা কবে ঠিক ছিল
ঠিকটা কবে ভুল ছিল,
ভুলই কেবল সারাজীবন
সঠিকটাকে গিলছিল।


মুখোশেরই আড়াল থেকে
মন্দ লোকে ঠকঠকায়
অহংবোধে বকবকায়,
সমাজ তারে মাথায় রেখে
তেলোমাথায় চকচকায়।,


পাওয়ার পরেও চাইতে থাকে
আরো কিছু চাই পাওয়া
যত নিচে যায় যাওয়া,
সাধ মেটেনা মনের মাঝে
নিচ থেকে যে দেয় হাওয়া।


পাওয়ার নেশায় নেশা বাড়ায়
পেতাম যদি বেশ আরো
দাও তুমি যত পারো,
ভুলগুলোতে পথ দেখিয়ে
বলবে বিবেকটা মারো।


ভুলটা কেবল ভুল পথেরই
সহজভারে পথ দেখায়
ভুল লেখাটাই খুব শেখায়,
সঠিক কেবল ঠিক পথেরই
শুদ্ধতাতে ঠিক লেখায়।