আমারও খুব ইচ্ছে করে এমনি করে
জাপটে তোমায় ধরি,
বুকে তোমার মাথা রেখে হৃদয় খানি
আহ্লাদিত করি।


ফাগুন মাসের আগুন হয়ে জ্বলেপুড়ে
জ্বালবো তোমার মন,
বৃষ্টি হয়ে আপন মনে ভেজাবো যে
তোমায় সারাখন।


সাদা মেঘের ভেলায় ভেসে দূর আকাশে
উড়াই মনের সাধ,
পা এগিয়ে পিছিয়ে আসি ভয়টা এসে
বিঁধলো মনে বাঁধ।


স্বপ্ন যখন এলোমেলো বাতাস হয়ে
উড়ায় তোমার চুল,
মন ভোমরা নেচে-গেয়ে বেড়ায় যেন
হরেক রকম ফুল।


তুমি আমার মেঘ বালিকা পূব আকাশে
যেমনি ওঠে রবি,
শিল্পী মনের রংতুলিতে উদাস মনে
যেমনি আঁকে ছবি।


মেঘলা দিনে বন্ধু বিনে একলা একা
যায় কি ঘরে থাকা,
আপন হয়ে থাকবো পাশে সারাটা দিন
এ কথাটা পাকা।