বন্ধু
থাকো যদি ভালোবেসে ,
চিত্তের ক্ষণিক কোনো অবকাশে
খুঁজে দেখো মোরে ,
স্মৃতির গহীন অরণ্যাধারে
নিভৃতে একাকি রিক্ত হৃদয় নীড়ে |
আমার সাঁঝেরও বাতি
নিভিতেই নামিবে আঁধার রাতি |
হয়তো হবেনা এ নিশি ভোর !
চাও যদি খুলিয়া দেখো দোর
শূন্য এ খেলা ঘরখানি মোর
হৃত কোনো এক স্মরণীয় দিনে
গোপনে |
দেখিবে কোনো এক কোণে
কোকিল কালো মেঘ বর্ষনে
জমা জল ,
তুলিছে কোলাহল |
বুকে তার স্মৃতি চিহ্ন এঁকে
দিয়েছে ঠাঁই অভিমানি অপেক্ষাকে |
পারো যদি ছুঁয়ে দেখো তাকে
হেঁটে দেখো পথ ক্ষণিক তাতে
মুক্ত রবির অরুণ প্রভাতে |
তোমাকে হারাতে
চাহিনি কোনোমতে |
তথাপি সাঙ্গ হল খেলা ,
ফুরালো মোর সকল বেলা !
পিছু ফিরিবার
পথ নাহি কোনো আর |
আমাকে যেতে হবে দূরে বহু দূরে..
ঐ শিখরও চূড়ায় |
কালের রথ , মত্ত সময়
কেবলি যে পিছু ধায় !
হলনা তো আর শেষ দেখা |
আঁধারের গর্ভে লিখে গেলাম
মোর অনুভূতির রক্তলেখা |
ভালো থেকো তুমি ,
পারো তো কোরো ক্ষমা , হে সখা !!