ভুলে যাব বললেই কি সব ভুলে যাওয়া যায় ?
মুছে দেব বললেই কি সব মুছে ফেলা যায় ?
যায় না ;


হৃদবালুকার চরে লেখা হল যে দিনগুলো
ঢেউ কি কখনো তারে ছিনিয়ে নিতে পারে ?
পারে না ;
শত সহস্র বছর ধরে বিদগ্ধ সে তীরে
জলছবি তার থেকে যায় ।


স্মৃতির মহাকাশে জমা মেঘমালা 
কখন যে বর্ষিবে হৃদয়ের কোমল ভূমি ছুঁয়ে ,
কোনো আরশিতেই তাকে ধরা যায় না ।


ভুলে থাকার অভিনয় করিতে করিতে 
আপন হতে বাহির হয়ে কখন যে এসে পৌঁছাই 
সে বিদগ্ধ নগরীর পথের বাঁকে , 
সাড়াহীন স্নায়ু পারে না তার কোনো উত্তর দিতে ।


আজও সে বিকালগুলো দেখি 
ছড়িয়ে আছে এ বিকালের সমগ্র শরীরে ;
আজও খুঁজে পাই সে রাতের গন্ধ , 
এ রাতের প্রহরে প্রহরে ।


প্রত্যুষের প্রথম আলোতে শিউলি বিছানো পথে
ছুটে গিয়ে দেখি সে প্রান্তরে সবুজ ঘাসের শিরে
মাথা তুলে দাঁড়িয়ে চুপকথাদের ভিড় 
ভোরের ঝরা শিশিরে ।


প্রভাত রবির সোনালি কিরণে উদ্ভাসিত হয়
হৃদয় আকাশে জমাট বাঁধা কুয়াশায়
লুকিয়ে থাকা সে মুখ ;
ক্লান্ত পরিশ্রান্ত পথিকেরে দু'দণ্ড শান্তি দিল যে
আজ তারে স্মৃতির ক্যানভাসে ধরে
মেটাই মনের সকল দুখ ।


একথা সত্য , 
ভুলে যাব বললেই সব ভোলা যায় না ;
মাটির পৃথিবী যে আকাশ দেখেছে
কোনো ধোঁয়াশাই তারে ভোলাতে পারে না ।


দিগন্তপারে ফুরিয়ে যায় যে সময়
আবার তারা যতনে ঘর বাঁধে হৃদয়ের গভীরে ;
অনন্তকাল ধরে বসত করে তারা 
স্বপ্নের সাত সাগর আর তেরো নদীর পারে ।


দিনের শেষে রাত আসে
ফুটে ওঠে নক্ষত্ররা সে নীড়ের আকাশে ,
মনের জোনাকিরা অমানিশায় মিটিমিটি আলো 
জ্বেলে , বারে বারে খুঁজে ফেরে তারে 
স্মৃতির সে জলসাঘরে ।