একে একে চলে যায় দেখি দিন
ক্ষয়ে  যায়  অবিরত  এ  সময় ।
বসে তবু ভাবি শুধু সারাদিন
এই বেলা যাক চলে , ও বেলায়
করে নেব কাজ , বিনা বাহানায় ।


হয় না তো কখনো সে কথা সত্য ,
জমা হয় রাশি রাশি কাজ নিত্য ।
তাই দেখে যায় চোখ আরো বুজে
বসে থাকি চুপ চাপ মুখ গুঁজে ।


দেয়ালে ঠেকিলে পিট ফেরে তবে জ্ঞান
হয়ে গ্যাছে বেশ দেরি , ততক্ষণ ।
তড়িঘড়ি করে করি সব কাজ
নইলে যে যাবে চলে মোর সব লাজ ।


ভুল  তাই  হয়  প্রতি  সিদ্ধান্তে ;
কারো মন পারিনাতো যে ভারতে ।
হয় না তো আশা অনুযায়ী ফল ;
বিষাদ ও তাই কুরে খায় অন্তঃস্থল ।


কাল যারা ছিলো মোর বহু পিঁছে 
আজ তারা ফেলে দিলো মোরে নীচে ।
চেয়ে দেখি কেহ নাই বাকি আর
আমি একা বসে আছি পিছনে সবার ।


কি করি কি করি ভেবে হই খুন
হেলায় হারায় কেন মোর গুণ ?
বিবেকের সাথে জড়ায় হেন বিবাদে ,
জ্বলে মরি অহরহ সে জ্বালাতে ।