আজকে রাতে একলা আকাশ
        চাঁদটি তাহার নাই ;
তারার মাঝেও কাঁদছে দেখো
        নীলাম্বর মশাই  ।


মেঘের আড়ালে মুখটি লুকিয়ে
       ফেলছে চোখের জল ;
হৃদের মাঝের দুখিনি নদীটি
       বিরহ ভারে বিহ্বল ।


বাতাস তাহার মিত্র ভালো , তবু
       সেও ফেরালো মুখ ।
এমন রাতে পাহাড় ও কাঁদে
       কে শোনে কার দুখ ।


যায় চলে যায় প্রহর সকল
       চুপিসাড়ে অগোচরে ;
গগন সোনার মনখানি ভার
      বুঝলোনা কেউ তারে !


ব্যাথায় ব্যাথায় মূর্ছা সে  যায়
      মোর আর তো সহে না ।
রাতের তারা চুপ কেনো তোরা ?
      কিছুই কি জানিস না !


কোথায় ওরে জোনাক পোকা
     একবারটি বলে যা ;
ফিরবে কবে প্রিয়া যে তাহার
     হাসবে আবার আকাশটা ।