একটি কলম দিও আমায়
যার আচড়ে ভরে লিখতে পারবো অবাধ
হিংসার ছোবলে লুটোপুটি খাওয়া প্রতিবাদ
ভাষায় |
একটি কলম দিও আমায়
যার নিবে থাকবে না কোনো ভয়ের লেশ
খুলে দেবো নির্দিধায়  ছদ্মবেশির সব বেশ
এক লহমায় |
একটি কলম দিও আমায়
যার কালির সাথে হবে না কোনো আপোষ
বলবো শুধু তাদের কথা যারা নিরপরাধ নির্দোষ
স্বগরিমায় |
একটি কলম দিও আমায়
যার অদম্য সাহসে লিখে যাবো প্রতি ছত্রে ছত্রে
সব হারাদের না বলতে পারা ইতিহাস পত্রে পত্রে
স্বমহিমায় |
একটি কলম দিও আমায়
যার দৃঢ় চিত্তের কাছে মাথা নোয়াবে সব অনিয়ম
বুঝিয়ে দেবো বঞ্চিতের প্রাপ্য হিসাব , হৃত সম্ভ্রম
এক ঝটকায় |
একটি কলম দিও আমায়
যার রন্ধ্রে রন্ধ্রে ছুটে বেড়াবে রবির তীব্র তেজরশ্মী
ঘুন ধরা সমাজের বিষাক্ত কীটগুলো হবে ভস্মীভূত
রুদ্র ক্ষীপ্রতায় |
একটি কলম দিও আমায়
যার সংগ্রামী ভাবধারায় গড়ে উঠবে গণ আন্দোলন
যার গর্জন ধ্বনিতে কেপে উঠবে স্বৈরাচারীর সিংহাসন
বেজে উঠবে রণডংকা,হুংকারে পালাবে সব দুঃশাসন
ফিরবে উপত্যকায় সুশাসন,মহামিলনের মন্ত্র হবে উচ্চারণ
নয় কোনো ঝড় আর , ভরা থাকবে ভবিষ্যতের অঙ্গন
হৃদয়সুধায় |
এমনি একটি কলম দিও আমায় !!