আমার মৃত্যুর পর হয়তো , বিদায় নেবে
পৃথিবীর সব অভিমান ।
অবাঞ্ছিত ভাবে দখলকৃত জমিখানি ছেড়ে দিলে
বসবে সেখানে রঙের মেলা !
হয়তো বা তার জন্যই প্রহর গুনছে , সময় !


যেদিন ঘুমিয়ে পড়বো জীবনের শেষ সে নিদ্রায় ;
হৃদয় হতেও চিরতরে , দিও আমায় ভাসান ।
ফেলো না যেন অশ্রু সেদিন আমারও কথা ভেবে ;
নিভে গ্যাছে বুঝে নিও তব দগ্ধ হৃদয়ের জ্বালা ।


বৃষ্টি যদি নামেই হঠাৎ কালো মেঘে ভরিয়ে আকাশ ;
চোখের তুলসি পাতা ওড়ায় যদি বাতাস !
ক্ষণিক চোখের কোণে জমতে যদি দ্যাখো জল ,
জেনো এ না বোঝাতে পারার দুঃখ্য ঝরছে অনর্গল !