এই পুরুষ শাসিত সমাজে আমি এক মহান পুরুষ ,
আরাম আর আয়েসের কোনো খামতি নেই আমার |
দিব্যি চলছে পদানত নারীর ওপর
জুলুম বাজি করে ভোগ বিলাসে |
আমার সুখ ?
সেতো সুরার বোতলে , জুয়ার আসরে
আর শান্তি ?
বেঁধে রেখেছি বারবনিতার আঁচলে |
আমার ঘর ?
রাজ প্রাসাদকেও লজ্জা দেবে গ্যারান্টি |
স্যাঁত স্যাঁতে মাটির মেঝেয় শুয়ে
খড়ের ছাদের ফাঁক দিয়ে আস্ত আকাশ দেখার
সৌভাগ্য কজনের হয় ?
টাকা পয়সা নিয়ে ভাবি না কখনো ,
ও তো আমার বাম পায়ের খেল ;
বার কয়েক পড়বে আর বউ এর হাত সরবে |
খাটুনি'টা নাহয় একটু বেশিই করবে , দু-বাড়ির জাগায়
পাঁচ বাড়ি ছুটবে |
হাজার হোক পত্নী ধর্ম বলে কথা |
বাইজী বাড়ি আমাকে যেতেই হবে , ওড়াতে হবে টাকা
নাহলে যে পুরুষ বলে পরিচয় দিতে ঘেন্না বোধ হবে |
করম ফুলের মালা সখীর চাই ,
সাধ যে বড়ই ওর দিবে খোঁপায় |
আমিও কথা দিলেম তাই , পাছে শান্তি অর্ধেক না হয় |
বউ এর কাছে দিলেম অর্ডার
আনলো ঘুরে ঘুরে সব বাজার
শুকনো কয়েকটি করম কুঁড়ি !
দেখেই আমার জ্বললো আগুন মাথায় , ছুটলো
রক্ত গরম শির থেকে শিরায় শিরায় |
চুলির মুঠি ধরে দিলাম কষিয়ে দেওয়ালের গায়ে ঠেসে |
একি দুঃসাহস , মর্গের ফুলে করতে বলে আমায়
দেবী বরণ !