আগামীর কথা ভাবতে ভাবতে
খাল, বিল , নদী-নালা সব পেরিয়ে
কূল কিনারা হীন সমুদ্রের অথৈ জলে
কেবলিই হাবুডুবু খেলাম আমি  |
শেষে একপেট নোনা জল নিয়ে উঠে এসে দেখি
খোকন , মোহন , উমা সবার
এমন কি ভিক্ষে করা বুড়িটার বাড়িতেও
উনুনে হাড়ি চেপেছে !
শুধু আমার হাড়িটাই এখনো শূন্য পড়ে আছে ,আর
ফাঁকা উননটি দাঁত ভেংচে বিদ্রুপের হাসি হাসছে !!