শুকনো বা তাজা | কুঁড়ি কিংবা ফোঁটা |
কি লাভ বিচারি | ক্ষিদেটা আগে মেটা |
জ্বলছে হৃদয় কামনারি দহনে ,
তৃপ্তি হোক তারি এ শরীর আস্বাদনে |
দে এঁকে দে তুই কলঙ্ক যত ললাটে ,
ঝরুক রক্ত যত খুশি যোনিপথ ফেটে |
হাত দুখানি ধর চেপে করছে ছটফট বড্ড
খুবলে দে বক্ষ পিণ্ড দুটি , আঁতকে উঠুক
বিশ্ব ব্রহ্মাণ্ড |
দু'পায়ের ফাঁকে স্পষ্ট যেন থাকে
পুরুষত্বের কারুকার্য !
ছুটে বেড়াক বন্য নোখ , ভরাক আপাদ মস্তক
অজন্তা ইলোরার সৌন্দর্য্য !
তোদের পাঁচ-পাঁচ মুখে চেখে নে বক্ষসুধা
নিতম্ব ওষ্ঠ-অধর !
শান্ত-নিস্তব্ধ নদীতেও তোল ভীষণ শিশ্ন ঝড় !
তারপর ফেলে দে কোনো আস্তাকুড়ে
মিশে যা রঙের দুনিয়ায় ধূলামাখা শরীর ঝেড়ে |
বর্বরতা সকল রাখিস কিন্তু আগলে
খুবলে খাস কচি মাংস , আবার সুযোগ পেলে !



এমনি ভাবেই কত স্বপ্ন ধূলায় মিশে গেছে !
আসিফা-নির্ভয়া-কামদুনি আরো আরো কত
লালসার রক্ত মেখে সভ্যতা রাত জাগছে !
ভাঙবে কবে ঘুম শিরদাড়াহীন জড় মানুষের
মিথ্যার পথ ছেড়ে দিয়ে সাথী হবে সত্যের |
আর কত বলি দেখবে এ অপেক্ষা ?
বলে দিও সৃষ্টির পালক তুমি সে কথা !!