একুশ বসন্ত খচিত যে রংমশালের চোখের কোণে
আঁকতে চেয়েছিলে তুমি এক বুক স্বপ্নের মায়াবি
আকাশ,আজ হারিয়ে যাওয়া নয়টি বসন্তের স্মৃতি চিহ্ন
বুকেতে নিয়ে বিবর্ণ ত্রিশ তম বসন্তেতে সে দাঁড়িয়ে !


বৃথা সুখ অন্বেশনে কলঙ্ক জমেছে তার দু'চোখের
নীচে ! বিশ্বাস কে গিলে খেয়েছে অবিশ্বাসের মেঘ |
মৃত জোছোনার পাড়ে হারিয়ে গেছে তার সকল
পূর্ণিমা ! পড়ে আছে স্থবির কঙ্কালসার নস্য দেহখানি !


মিথ্যে আশ্বাসে বাঁধা পড়া পা'দুখানি মেলে দু'পা চলতেই
হোঁচট খায় সে আজ!
সাধের সে কুঞ্জবনে উঁকি মারে না আর সোনালী রোদ্দুর
বুনোঘাসের মত্ততা গিলে খেয়েছে কুঞ্জের ভবিষ্যৎ!


এমনি গ্রহণীত চাঁদের পূর্ণিমা কি চেয়েছিলে তুমি ?
হয়তো চেয়েছিলে , বুঝতে ভুল হয়েছিল তার !
তাই তো আজ তার হৃদয় জুড়ে বেঁধেছে বাসা ঐ
সর্বগ্রাসী অমানিশার সে ভীষণ আঁধার !

কেন ডাকলে তুমি?আপন খেয়ালে বয়ে চলা সাগরকে
যদি মোহনায় থামাবে হাত তুমি , হে নদী !
সে তো চায় নি এমন সুখ !
কেন তবে তুমি তারে দিলে উপহার অযাচিত ঝড় !


এক দল রাক্ষুসে হায়েনা দিয়ে গেছে অন্তিম শাসানি
মাথার উপর অবিরাম উড়ছে দানব শকুনের দল !
দুঃসাহস দেখাতে বারণ করেছে তুফান ,
বিবর্ণ ত্রিশ তম বসন্ত ঝরে যাবে বুঝি তার
শেষ রক্ত বিন্দু মেখে চির আঁধারের গর্ভে !