বিধির বিধান পাল্টে দেব
এমন সাহস আমার নাই |
টপ করে শুধু ধরি ভুল ,
এতেই তুমি বেজায় চটো
বলো দুরছাই ...
এ কেমন , এ কেমন বিচার তোমার ভাই !
সেদিন যখন বললে তুমি
লওতো বেটার জমি-টমি
যা আছে সব ,
দেয়নি তো সুধ কড়ায় গণ্ডায় ..
এলেম আমি ধেয়ে
বললেম একটু দেখ চেয়ে
এযে তোমার প্রজা হয়
মানুষ রূপে তুমি কেন হবে কষাই |
তাতেই তুমি বেজায় চটো
বলো দুরছাই...
এ কেমন , এ কেমন বিচার তোমার ভাই !
যখন তুমি খাটাও জোর
করের বোঝায় নামে ঘোর |
মানতে নারাজ যারা তাতে
বাঁধো তাদের কড়া সাজাতে |
তখন আমি পথটি কেটে
দাঁড়াই তোমার সম্মুখে বটে |
তাতেই তুমি বেজায় চটো
বাধাও লড়াই...
এ কেমন , এ কেমন বিচার তোমার ভাই !
তোমার যেদিন করলো অসুখ,
দুম করে আদেশ
হাজার খানেক বদ্দি আসুক |
আর ওদের বেলা ?
মাথার উপর আকাশ খোলা !
নাই তো কোনো ঔষধ-পালা |
যেই না আমি বলতে গেছি
হাতের ওপর উঠলো কাছি
অন্ধ কারায় জুটলো যে ঠাঁই !
এ কেমন , এ কেমন বিচার তোমার মশাই !