হে গোধূলি ;
ক্যানো ঝরালে রক্ত 
প্রাণবন্ত সূর্যের , দিগন্ত রেখায় ?
ক্যানো ঢাকিলে দিনমনিরে , ও
তমসা ঘেরা পশ্চিমাধারে ? 
শোকে পাষাণ  নীলিমার বুকে
ক্যানো আঁকিলে অমানিশা , তুমি ?
পাষণ্ড নিশাচর কাড়িল দ্যাখো ঐ
দুর্বলের শেষ সম্বল !
থেমে গ্যাছে লক্ষ-কোটি প্রাণের স্পন্দন !
আঁধারের রোষানলে পোড়ে দ্যাখো ঐ
জোনাকির সংসার !