আমি শুধু কবিতার জন্যই বাঁচি ;
আমি শুধু কাব্যের জন্যই বাঁচি ;
এ রূঢ় পৃথিবীতে কবিতা ছাড়া
আমার বাঁচার আর কোনো অবলম্বন নেই |
আমি রাত জাগি , অনেক অনেক রাত ;
সৃষ্টির সাথে খেলা করতে করতে
নির্ঘুমও কেটে যায় কত কত রজনী ,
তবুও আমার কোনো ক্লান্তি নেই
কারো কোনো অভিযোগ নেই ,
কোনো দুঃখ নেই | দিব্যি আছি !
অথচ দেখো , এই সেদিনও পর্যন্ত
তুমিই ছিলে আমার বাঁচার একমাত্র কারণ |
তার পর একদিন আমাকে আঁধারে রেখে
বেছে নিলে তুমি আলোর পথ |
আমার কান্নায় সুপ্ত আগ্নেয়গিরি জেগে ওঠার
উপক্রম হল , পাখিদের গুঞ্জন থেমে গেলো
স্তব্ধ দৃষ্টিতে চেয়ে রইল চাঁদ-তারা সেদিন ,
শুধু তুমিই পিছু ফিরে দেখলেনা একটি বারও |
বিশ্বাস করো ! হারিয়ে যেতে চেয়েছিলাম আমি
এ সমাজ,এ পৃথিবী ,আত্মীয়-স্বজন সবাইকে ছেড়ে
অনেক অনেক দূরে , নিরুদ্দেশের পথে |
শুধু আমার কবিতাই আমাকে ফুরাতে দিলো না ,
আটকে দিলো পথ , জুটিয়ে দিলো সৃষ্টি সুখের
এক অজানা অসুখ !
আমার দুচোখে এঁকে দিলো কল্পনার রংমশাল
ভাঙা হৃদয়টিকে উড়িয়ে দিলো মুক্ত আকাশের বুকে |
দুহাত ভরে মেখে নিলাম আমি সৃষ্টির সব নীল
ফিরে পেলাম আমার আমিকে নব নব কবিতায় |
আজ আর কারো সাথে কথা কাটাকাটি হয় না ,
চোখ থেকে আর অকারণে জল ঝরে না ,
গভীর রাত্রে মাথার বালিশটিও আর ভেজে না |
কবিতার সাথেই সারাটা দিন , সরাটা রাত হাসি ;
আর মন খারাপে কবিতার সাথেই কাঁদি |
আমি আজ শুধু কবিতার জন্যই বেঁচে আছি ,
বাঁচতে চাই আরো অনেক অনেকটা দিন
আমার একালা পৃথিবীতে সৃষ্টিদের সাথে |