কথা দাও , দুর্যোগের সব মেঘ সরে গেলে
আবার মেলা বসাবে নীলিমায় গ্রহ-নক্ষত্রদের |
একে একে সাজিয়ে তুলবে  সপ্তর্ষিমণ্ডল ,কালপুরুষ
রোহিনি , সরমা , ধ্রুবতারা , সাত-ভাই  , আর শোনাবে
সিফস্-ক্যাসোপিয়া-এন্‌ড্রোমিডা-পারসুস এর অব্যক্ত গল্প |
কথা দাও , কৃষ্ণচূড়ায় আনবে কুসুম আবার
পলাশে মাখাবে বসন্তের বাহারি রং , ফোটাবে চাঁপার হাসি | মুছে দেবে ঝরা বকুলের সব ক্রন্দন
শিউলি বিছানো পথে আবার শরত্ আনবে ,
সাজাবে চতুর্দিক জুঁই ,শালুক , কেয়া , কাশের অপরূপ রূপে ! ছাতিম , কামিনির গন্ধে সব ক্ষত সারাবে !
কথা দাও , দোপাটির ডাকে আবার বর্ষা নামবে
জিনিয়া ফুটবে ,শাপলা ফুটবে ,ফুটবে লাজুক কলাবতী
ঝিঙে-কুমড়ো ফুলে ছোটাছুটি করবে ব্যস্ত ভ্রমর  সাজবে  বহুরূপে স্থলপদ্মটি ! কথা দাও
মরা গাঙও জীবনের হাসি হাসবে,নব জোয়ারে ভাসবে
ঝরঝর ঝরবে ঝরনা সঞ্জিবনীর মন্ত্র নিয়ে |
সাগর সাজবে আকাশের সব নীলে নীলকণ্ঠ হয়ে
জুড়াবে ক্লান্ত পথিকের তপ্ত শরীর সাতসাগরার শীতল বাতাস! ভাঁটফুলের খুশিতে ভরে উঠবে চৈত্রের আকাশ
ক্ষুদ্র জোনাকির আলোয় জেগে উঠবে ঘুমন্ত পূর্ণিমা
কেটে যাবে সব গ্রহণ | সন্ধ্যারুতি করবে সন্ধ্যাতারা | কথা দাও , মেরুজ্যোতি এ উপত্যকার বুকে এনে দেবে মরুদ্যানের খোঁজ | সেরে যাবে সব জঠরজ্বালা |
শূন্য ছায়াপথ ভরে যাবে আবার নব নব তারায় ,
কথা দাও তুমি হে অন্তর্যামী , কথা দাও !!